অনেক বড় লেখা এই লিখাতে আমার উদ্দেশ্য ফিজিক্স কিভাবে শুরু করা যেতে পারে অনেকগুলো পথের মধ্যে দু-একটা পথ নিয়ে আলোচনা করা। টার্গেট অডিয়েন্সঃ ক্লাস ৮ থেকে ১২ এর স্টুডেন্ট। এই বয়সী স্টুডেন্টদের দুইটা ক্যাটাগরি- ক্যালকুলাস পারে এবং ক্যালকুলাস পারে না।
এই নোট লেখার যোগ্য মানুষ আমি কিনা এটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। গত ১.৫ বছর ধরে প্রায় ৫০ এর মতো মেসেজ পেয়েছি